সোমবার , ১ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সড়ক দুর্ঘটনায় দুই পা হারাতে বসেছে শাওন; আর্থিক সাহায্যের আবেদন

প্রতিবেদক
the editors
মে ১, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

মেহেদী হাসান শিমুল: পরিবহন শ্রমিক হিসেবে কাজ করে দরিদ্র মা ও নারীর সংসার চালাতেন সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামের আলামিন হোসেন শাওন (২১)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও ছিলেন তিনি।

গত ২৯ এপ্রিল ঢাকা থেকে সাতক্ষীরায় আসার পথে ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন আলামিন হোসেন শাওন। এতে তার দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙ্গে ফ্যাক্সার হয়ে যায়। এতেই অন্ধকার নেমে আসে পরিবারটিতে। বর্তমানে শাওন ঢাকার শ্যামলীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা বলছেন, পর্যায়ক্রমে তার পায়ে ৫-৬ বার অপারেশন করা লাগতে পারে। তা না হলে তা বাম পা কেটে ফেলতে হবে। এজন্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রয়োজন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা খরচ যোগাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন শাওনের মা নুর নাহার।

উপায়ান্ত না পেয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শাওনের মা নুর নাহার।

সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করা যেতে পারে শাওনের স্বজন তানভীর আনজুমের সাথে ০১৮১৫-০৬৬১৪০ (বিকাশ/নগদ) নাম্বারে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!