শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কেক কাটা, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করে।
শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যাক্ষ প্রফেসর বাসুদেব বাসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নাসরিন খান লিপি, সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ।
বক্তারা বলেন, বিদেশি সংস্কৃতি পরিহার করে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। এজন্য শিল্পকলা একাডেমিকে মূখ্য ভূমিকা রাখতে হবে। শিশুদের সংস্কৃতি চর্চায় উৎসাহ দিতে হবে।
আলোচনা শেষে শিশুদের নিয়ে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
পরে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।