রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভাসছে তালার খেশরা, পানিবন্দি ৪০ হাজার মানুষ

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: পানিতে ভাসছে কপোতাক্ষ নদ বেষ্টিত সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে এ ইউনিয়নের ১৮টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৪০ হাজার মানুষ।

খেশরার মধ্য দিয়ে প্রবাহিত মাদিয়ার খাল, শালিকা খাল, ছোট চর এবং বালিয়ার খাল ভরাট হয়ে যাওয়ায় ও অবৈধ দখলদারা এসব খালে নেট-পাটা বিছিয়ে মাছ চাষ করায় পানি নিষ্কাশিত না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

এ গ্রামের কয়েকশ মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল ও মাদ্রাসায়। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য সেবা। দেখা দিয়েছে রোগব্যাধি। ইউনিয়নবাসীর স্বাভাবিক কার্যক্রমে এসেছে স্থবিরতা।

খেশরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (লাল্টু) জানান, তার ইউনিয়নের ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকার বেশিরভাগ ঘের ও ফসলি জমি ভেসে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির এমনকি মানুষের বাড়ি-ঘরে পানিতে তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে পানি সরানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!