ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশের গাছ কাটার জন্য খোড়া হচ্ছে বড় বড় গর্ত। এতে ক্ষতি হচ্ছে সড়কের। এর প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশন ও এলাকাবাসী।
শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি হাই স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রকল্যাণ অ্যাসোসিয়েশনের সদস্য ইব্রাহিম হোসেন, নাজিম সিরাজী দিপু, আবু তালহা, মুহসিন আহম্মেদ, এম এইচ মইন, বেলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের পাশের মরা গাছ কাটার দাবি ছিল দীর্ঘদিনের। সম্প্রতি এসব গাছ কাটা শুরু হয়েছে। গাছ কাটার জন্য খোড়া হচ্ছে বড় বড় গর্ত। কিন্তু গর্তে ভরাট না করেই চলে যাচ্ছে ঠিকাদারের লোকজন। এতে রাস্তায় ধস নামছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকার সরকারি রাস্তা ।
এলাকাবাসী গাছ কাটার জন্য খোড়া গর্ত ভরাটে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।