বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ঘূর্ণিঝড় দানার ছোবল থেকে নৌকা রক্ষায় ব্যস্ত শাহাদাৎ-ফরিদা দম্পতি

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৪, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর থেকে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সঙ্গে নদীর পানির উচ্চতাও বাড়তে শুরু করেছে। তাই ঝড়ে নৌকার যেন ক্ষতি না হয় সেজন্য পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম নৌকা রক্ষায় ব্যস্ত শাহাদাৎ-ফরিদা দম্পতি।

শাহাদাৎ-ফরিদা দম্পতি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকার খোলপেটুয়া নদীর তীরে বসাবাস করেন।

পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছোট ইঞ্জিনচালিত নৌকাটি ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিকালে স্বামী-স্ত্রী মিলে বেড়িবাঁধের পাশে কাত করে বেঁধে রাখেন।

মৎস্যজীবী শাহাদাৎ গাজী বলেন, ঝড় আসছে শুনেছি। তাই নৌকাটি যাতে ঝড়ে ভেসে না যায় সেজন্য ডাঙ্গায় বেঁধে রাখছি।

শুধু শাহাদাৎ-ফরিদা দম্পতি নয় উপকূলীয় অঞ্চলের নদী তীরবর্তী বুড়িগোয়ালিনী, কৈখালী, গাবুরা ও পদ্মপুকুরসহ অন্যান্য এলাকার মৎস্যজীবীরা প্রত্যেকে তাদের নৌকা ডাঙায় তুলে রাখছেন বিপদ এড়ানোর জন্য।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!