ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সরকারের জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘কথা বলি, সমাধান করি’ প্রতিপাদ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) আয়োজিত সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মহিতুল ইসলাম। অতিথি ছিলেন দৈনিক মানবজমিন’র জেলা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, বল্লী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সামছুর রহমান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. মর্জিনা বেগম প্রমুখ।
সংলাপে অংশগ্রহণকারী নাগরিকরা স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরার পাশাপাশি ইউপি প্রদত্ত বিভিন্ন সেবা নিয়ে প্রশ্ন করেন। এসময় ইউপি চেয়ারম্যান অ্যাড. মহিতুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা শেখ তানজির আহমেদ তাদের প্রশ্নের উত্তর দেন ও বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মহিতুল ইসলাম বলেন, এ ধরনের সংলাপের মাধ্যমে আমরা জনগণের প্রকৃত সমস্যা ও চাহিদা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই সংলাপের মাধ্যমে প্রাপ্ত মতামতগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরার সভাপতি হোসেন আলী বলেন, আমরা মনে করি, স্থানীয় সরকার এবং নাগরিকদের মধ্যে সরাসরি সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু সমস্যার সমাধানে সহায়তা করে না বরং জনগণের আস্থা ও অংশগ্রহণও বাড়ায়।