উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুন্দরবন প্রেসক্লাবের সদস্যরা।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাছুম বিল্লাহ’র নেতৃত্বে তারা নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় নবাগত ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, আপনারা আমার চোখ, আপনাদের মাধ্যমেই আমি সমগ্র উপজেলা দেখতে চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম ওসমান গনী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সদস্য যথাক্রমে জি.এম রুস্তম আলী, দীপক মিস্ত্রি, মো. ফজলুল হক, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুল কাদের, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, মো. আব্দুর রকিব, মো.ইয়াসিন আলম সুমন, নিপা চক্রবর্তী প্রমুখ।