ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জুবিলি উদযাপনে ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপনে বেশ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অনুষ্ঠান বাস্তবায়নে আংশিক উপদেষ্টা পরিষদ ও অনুষ্ঠান উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেমকে প্রধান উপদেষ্টা, প্রফেসর লিয়াকত পারভেজকে উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান মুকুলকে সদস্য সচিব এবং প্রফেসর আবুল কালাম আজাদকে অর্থ কমিটির আহ্বায়ক করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন মো. আব্দুল হামিদ, মোহাম্মদ ইমদাদুল হক, মো. মোজাম্মেল হোসেন, মো. আকবর হোসেন, আবুল কালাম বাবলা, ডক্টর রবিউল ইসলাম খান, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, কাজী কবিরুল হাসান বাদশা, মো. আফসার আলী, হাবিবুর রহমান হাবিব, প্রফেসর বাসুদেব বসু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, মো. আব্দুল কাদের, মো. জুনায়েদ হোসেন বায়রন, শেখ শফিক উদ দৌলা সাগর, মীর তাজুল ইসলাম রিপন, সৈয়দ মহিউদ্দিন হাসেমী, মোঃ হাফিজুল আল মাহমুদ রিটু, মোঃ মশিউর রহমান বাবু, মো. সাকিবুর রহমান, শাকিল আহসান পলাশ প্রমুখ।
সভায় প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি দিয়ে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধনের আহবান জানানো হয়।
অত্র কলেজ থেকে পাশ করা সার্টিফিকেটধারীরাই এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের ২ হাজার ও বর্তমান শিক্ষার্থীদের ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
সভায় একটি খসড়া ব্যয়ের বাজেট তুলে ধরেন কামরুল ইসলাম ফারুক ও মোঃ কামরুজ্জামান রাসেল।
সভায় ২০২৫ সালের ৩ এপ্রিল প্লাটিনাম জুবিলি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে।