শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চ্যাম্পিয়নস ট্রফি: প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি বাংলাদেশ!

প্রতিবেদক
Shimul Sheikh
ডিসেম্বর ২১, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: অচলবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান যেতে আপত্তি থাকায় ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
যদিও এখনো সেই ভেন্যুর নাম ও সূচি ঘোষণা করেনি আইসিসি। তবে ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজ জানিয়েছে, আসরের দ্বিতীয় দিনই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত লড়াই।

সব ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এ লড়াই বরাবরই উত্তাপ ছড়িয়েছে। যদিও আইসিসি ইভেন্টে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে (২০১৭) ভারতকে একপ্রকার গুঁড়িয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চিরপ্রতিন্দ্বন্দ্বীদের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত। ২ মার্চ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

এদিকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই কিংবা কলম্বোকে বেছে নেওয়া হতে পারে গুঞ্জন চলছে। আগামী ৯ মার্চ পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image