ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাতক্ষীরায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে সাতক্ষীরা পৌর বিএনপির ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল-মামুন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল হাসান হাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রভাষক আতাউর রহমান ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
এসব কর্মসূচিতে অংশ নেন শাহজাহান বিশ্বাস, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মধু, আরিফ, আলমাস, সুজন, বকুল, শাহিন, সাইফুল, মন্টু, মোন্তাজ, সাইফুল, আনারুল, সালাম, নিশাত, সাদ্দাম, ইভান, আজিজ, রফিকুল ইসলাম ও জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।