ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফানুস নাট্যদল শহরের গণ্ডি পেরিয়ে প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে আয়োজন করলো বিশেষ অনুষ্ঠান ‘একসুরে জাতীয় সংগীত’।
মঙ্গলবার (২৬ মার্চ) সাতক্ষীরার ভাড়ুখালি গ্রামের মহাদেবনগর স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফানুস নাট্যদলের শিল্পী ও কলাকুশলীরা শিশুদের জাতীয় সংগীতের কথা, সুর ও তাৎপর্য সম্পর্কে সম্যক ধারণা দেন। পাশাপাশি জাতীয় সংগীতের গুরুত্ব ও মূল্যবোধ সম্পর্কে শিশুদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে ফানুস নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রতীক রুদ্র, সহ-সভাপতি দীপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ, আশিকুর রহমান, জান্নাত, সুষ্মিতাসহ ফানুস নাট্যদলের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, এ আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে জাতীয় সংগীতের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি গভীর অনুরাগ সঞ্চারিত হবে।