রবিবার , ১১ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জামায়াত নিয়ে নীতির কোনো পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
জুন ১১, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১১ জুন) দুপুরে রাজধানীর রাজারবাগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান- জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হলো, দলটির বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না। উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াতের সমাবেশ এটিই প্রথম নয়। তারা প্রায়ই বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে ভাংচুরের মতো ঘটনাও ঘটায়।

এবার তারা মাঠে সমাবেশ করতে অনুমতি চেয়েছে। কিন্তু আমরা পারমিশন দিইনি। পরে তারা আবদ্ধ স্থানে অর্থাৎ ইনডোরে মিটিং করতে চেয়েছে। পরে মৌখিকভাবে কমিশনার মহোদয় তাদের অনুমতি দিয়েছে। তার মানে এই নয় যে আমরা আমাদের নীতি থেকে সরে এসেছি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!