বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আধুনিক ইইউর স্থপতি জ্যাক ডেলরস মারা গেছেন

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২৮, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস ৯৮ বছর বয়সে মারা গেছেন। তার কন্যা এ তথ্য জানিয়েছেন।

ডেলরসকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের স্থপতি বলা হয়ে থাকে। খবর বিবিসির।
তিনি ব্লকটির মধ্যে মানুষজন, পণ্য ও পরিষেবার অবাধ যাতায়াতের অনুমতি দিয়ে একক বাজার তৈরি করতে সহায়তা করেছিলেন।

১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ডেলর ইউরোপীয় কমিশনের দায়িত্বে ছিলেন। ইউরোপে একক মুদ্রা ইউরো চালুরও ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন তিনি।

ডেলরের কন্যা মার্টিন অরবি বলেন, প্যারিসে নিজ বাড়িতে বুধবার সকালে ঘুমে থাকাকালে তিনি মারা যান।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ডেলরসের প্রশংসা করেছেন। তিনি ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন।

ম্যাক্রো তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তার প্রতিশ্রুতি, তার আদর্শ এবং তার ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করব। আমি তার কাজ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

ডেলরস তিন মেয়াদে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। অন্যদের চেয়ে বেশি সময় তিনি এ পদে ছিলেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল তাকে দারুণ একজন ফ্রেঞ্চম্যান ও ইউরোপিয়ান বলে আখ্যা দিয়ে বলেছেন, তিনি আমাদের ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসে রয়েছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!