মাসুদ পারভেজ, কালিগঞ্জ: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক ও সুফি সাধক পীরে কামেল সুলতানুল আউলিয়া হজরত শাহ্ছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬১তম বার্ষিক ওরছ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি নলতা শরীফে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) সোমবার নলতা পাক রওজা প্রাঙ্গণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষক আবুল ফজলের সঞ্চালনায় ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইরানী কালচার সেন্টারের কর্মকর্তা, লেখক ও গভেষক ড. মোঃ জহির উদ্দীন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কাজী আলী আযম, সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, গাজীপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক সনোয়ার হোসেন, পাক রওজা শরীফের খাদেম মোঃ আঃ রাজ্জাক, নলতা এ.এম.আর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ ও আহছানিয়া মিশনের কর্মকর্তা রফিকুল ইসলাম বাচ্চু।
সভায় আলোচলা করেন, নলতা আহছানিয়া মিশন দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দীন, হাফেজ হাবিবুর রহমান, আহছানিয়া মিশনের সহ-সম্পাদক মালেকুজ্জামান, ডা. নজরুল ইসলাম প্রমুখ।
সভায় ওরছ শরীফ চলাকানীন অবস্থানরত মেহমানদের আবাসন ও খাওয়ার মান উন্নত করতে নতুন পদ্ধতি চালুসহ নানা পরিকল্পনার কথা জানান সভাপতি ডা. আফতাবুজ্জামান।