ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে
বুরো বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে বুরো বাংলাদেশ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, বুরো বাংলাদেশ খুলনা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আল-আমিন খান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।