ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৪ জুন) বিকালে সাতক্ষীরা শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরাকে দালাল ও দুর্নীতি মুক্ত দৃষ্টিনন্দন আধুনিক জেলায় রূপান্তর করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সংবর্ধিত অতিথিদ্বয়।
অনুষ্ঠানে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
প্রভাষক নুর মোহাম্মদ পাড়ের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন কমিটির সাবেক সভাপতি কামরুল ইসলাম ফারুক, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, মোহাম্মদ আলী সুজন, মো. কামরুজ্জামান রাসেল ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ।
সংবর্ধনার জবাবে নান্দনিক সাতক্ষীরা গঠনের প্রত্যয় ব্যক্ত করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন আধুনিক সাতক্ষীরা তৈরির স্বপ্নদ্রষ্টা ছিলেন। কিন্তু কিছু দুর্নীতিবাজ গডফাদারের কারণে সেটি আর হয়ে ওঠেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার জন্য যে অঙ্গীকার করেছিলেন তার প্রায় সবটায় পূরণ হয়েছে। শুধুমাত্র রেললাইন ছাড়া। সেটিও আশা করি হয়ে যাবে। বিগত দশ বছরে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছার অভাবে জেলার উন্নয়ন খুব বেশি দৃশ্যমান হয়েছে বলে আমার মনে হয় না। এখানে যারা চাকরি করতে আসেন তারা সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি করে।দুর্নীতিবাজরা অন্যদেরকে কেয়ার করে না। কিন্তু সেটি আর হতে দেওয়া হবে না। সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে সাতক্ষীরার উন্নয়নের জন্য।
সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরাকে দালাল ও দুর্নীতি মুক্ত জেলায় পরিণত করতে একত্রিত হয়ে কাজ করবো। সেক্ষেত্রে যদি কোন বাঁধার সম্মুখীন হই তাহলে একলা চলা নীতি অবলম্বন করবো। তবে আমার নীতি থেকে পিছপা হবো না। কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার উন্নয়নের জন্য যত বাঁধা আসুক মোকাবিলা করবো।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরাকে সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে দাবিগুলো উপস্থাপন করবো, সেগুলো আদায় করার জন্য জেলার পাঁচজন সংসদ সদস্যকে একযোগ চেষ্টা করতে হবে। সাতক্ষীরার উন্নয়নের জন্য ন্যায্য দাবি আদায়ে আমরা পিছপা হবো না। সাতক্ষীরা জেলাকে একটি নান্দনিক জেলায় রূপান্তর করার সকল প্রয়াস অব্যাহত রাখতে হবে।