সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাজেকে আগুন, এখন পর্যন্ত পুড়ল ১৫ কটেজ-রেস্তোরাঁ

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক পুড়ছে। প্রায় দুই ঘণ্টা ধরে একের পর এক কটেজ-রেস্তোরাঁ গুলো আগুন জ্বলছে।

শুষ্ক মৌসুম এবং পানি স্বল্পতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
সবশেষ খবর অনুযায়ী, দীঘিনালা থেকে যাওয়া ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দুপুর ৩টা ১০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত ‘চাঁদের বাড়ি’ নামের একটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়েছে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া বলেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

তবে দুপুরে অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়দের কয়েকজন। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ১৫টি কটেজ-রেস্তোরাঁর নাম জানা গেছে। এগুলো হলো ইকোভ্যালি, অবকাশ, মেঘছুট, টিজিবি লুসাই, নীল পাহাড়, টংঠং, অধরা, মেডভেঞ্চার, শৈলকুটির, ফদাংথাং ও চাঁদের বাড়ি কটেজ, চিলেকোঠা রেস্তোরাঁ, মেঘপাই রেস্তোরাঁ ও মনটানা রেস্তোরাঁ।

চাঁদের বাড়ি রিসোর্টের স্বত্বাধিকারী মো. রাফিউল হক বলেন, কীভাবে আগুন লেগেছে জানি না। তবে আগুনে জ্বলতে জ্বলতে এখন আমার কটেজে আগুন ছড়িয়ে পড়েছে।

ফদাংথাং কটেজের সাফায়াত হীরা বলেন, ইকোভ্যালী কটেজের আশপাশ থেকে আগুনের শুরু। এরপর এক এক করে পুড়ছে আর পুড়ছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image