পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি পরিবারের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের মোসলেম দফাদারের ছেলে জলিল দফাদারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জলিল দফাদারের ছেলে মাসুমের বসতঘরে চার্জে থাকা মোবাইল ফোনে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে, যা দ্রুত এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মাসুমের বাবা জলিল দফাদার জানান, তিনি পেশায় ভ্যান ও ঘোড়ার গাড়ি চালক। এই অগ্নিকাণ্ডে তিনি নিঃস্ব হয়ে গেছেন। আগুনে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।