ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক সাংস্কৃতিক সেবা কেন্দ্র মাসজিদে কুবা কমপ্লেক্সের আয়োজনে সোমবার সকালে শহরের মেহেদীবাগে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সমাজ সেবক আবুল কালাম বাবলা, মাসজিদে কুবা কমপ্লেক্সের উপদেষ্টা ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. জেড এস আতিক, মাসজিদে কুবা কমপ্লেক্স মসজিদ কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
প্রসঙ্গত, মাসজিদে কুবা কমপ্লেক্স বিগত দুই বছর যাবত দুস্থ ও অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, কালো চশমা ও ১ মাসের ওষুধ প্রদান করে আসছে।