ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নাচ গান পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ই জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে স্বাগত জানানো হয়।
পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শান্তির প্রতীক পায়রা বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি ও বক্সিং খেলোয়াড় আফরা খন্দকার প্রাপ্তি’কে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শেখ মিফতাহুল জান্নাত।