মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৪, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত সহস্রাধিক মোরগ নিয়ে অংশ নেন প্রতিযোগীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাকরাইন উৎসব উপলক্ষে উপজেলার রমজাননগর বড় ভেটখালী মুন্ডা পল্লী সংলগ্ন মাঠে স্থানীয় মুন্ডা সম্প্রদায় এই মোরগ লড়াইয়ের আয়োজন করে। ঐতিহ্যবাহী এ মোরগ লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।

এতে উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে প্রতিযোগীরা মোরগ নিয়ে অংশ নেন। প্রতিযোগিতায় প্রায় এক থেকে দেড় হাজার মোরগ দিনভর জমজমাট লড়াইয়ে মেতে ওঠে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কৈখালী এলাকার একজন অচিন্ত্য মন্ডল বলেন, আমি অনেক বছর ধরে এখানে মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করি। এছাড়াও আমাদের এলাকার অনেকে এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে। এজন্য আমরা প্রশিক্ষণপ্রাপ্ত মোরগ পালন করি।

শ্যামনগর উপজেলা সদর থেকে মোরগ লড়াই দেখতে আসা উৎপল মন্ডল বলেন, আমাদের দেশে গ্রামীণ লোকজ খেলা হিসেবে বিভিন্ন খেলার প্রচলন ছিল। কাবাডি, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই ইত্যাদি খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। মুরুব্বিদের কাছে প্রায়ই যে হারানো ঐতিহ্যের কথা শোনা যায়, এই মোরগ লড়াই ছিল সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে এই ঐতিহ্যবাহী লড়াই দেখার জন্য এসেছি।

মোরগ লড়াই আয়োজক কমিটির প্রধান সুশান্ত মুন্ডা জানান, পৌষের শেষ দিনে পৌষ সংক্রান্তি উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে এক থেকে দেড় হাজার মোরগ নিয়ে প্রতিযোগীরা অংশ নেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!