কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মানবিকা শীলা।