মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে সার বিক্রি: তদন্তে সত্যতা পেয়েছে দুদক

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৪, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সিন্ডিকেটের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাতক্ষীরায় তদন্ত শেষে এ তথ্য জানায়।

এ সময় দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তদন্ত শেষে সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, আমরা তালা ও পাটকেলঘাটা থানার বিভিন্ন জায়গায় সরেজমিনে তদন্ত করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির সত্যতা পেয়েছি। এ বিষয়ে খামারবাড়ির উপ-পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেছি। বিষয়টি নিয়ে আমাদের উচ্চতর কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!