কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেছেন, সুন্দরবনের দস্যুদের নির্মূলে সামনে এবং পিছনে যত শক্তিশালী চক্র জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সকলকে আইনের আওতায় আনা হবে। একই সাথে মাদক, ইভিটিজিং ও চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা থানা চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোশ প্রকাশ করে আরও বলেন, কোন সেবাগ্রহীতা পুলিশ দ্বারা হয়রানির শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় আরও বক্তৃতা রাখেন কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বকস, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যু্গ্ম আহ্বায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, আঃ রউফ, অরবিন্দ কুমার মন্ডল, প্রভাষক মইনউদ্দীন, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. অরবিন্দ কুমার সানা, উপজেলা ইমাম পরিষদের মাওলানা আয়ুব আলী, মাওলানা মোঃ ওয়ালিউল্ল্যাহ, মাওলানা আওছাফুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা ইউনুছ আলী, শিক্ষক মাওলানা হাবিবুল্ল্যাহ, সাইফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোহাসিন আলম, স্থানীয় সমাজ সেবক সাইদুজ্জামান, নূর বকস, শিক্ষার্থী রোহান বিতনে রউফ প্রমুখ।