শুক্রবার , ২৮ জুলাই ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ঝাউডাঙ্গায় ডাম্পার ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

প্রতিবেদক
the editors
জুলাই ২৮, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ডাম্পার ট্রাকের ধাক্কায় মোঃ সুজাউদ্দিন ওরফে সুজা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারের উত্তর পাশের রাধাগোবিন্দ মন্দিরের সমানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজাউদ্দিন ওরফে সুজা জেলার কলারোয়া উপজেলার উত্তর রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। ।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, নিহত সুজা সকালে মোটরসাইকেলে কলারোয়া থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝাউডাঙ্গা বাজারের উত্তর পাশের রাধাগোবিন্দ মন্দিরের সামনে পৌঁছালে রাস্তার পাশে দাড়ানো এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি তার দিকে লাঠি উঁচু করে। এসময় তিনি মোটর সাইকেল ডান দিকে সরিয়ে নেয়ার চেষ্টা করলে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্পার ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘাতক ডাম্পার ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ - জাতীয়