এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের আটুলিয়ায় ক্রয়কৃত সম্পত্তি ভোগদখলে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, আটুলিয়া ইউনিয়ন পরিষদের পাশের শাহাদাত হোসেন, আব্দুল হালিম ও একরামুল কবীরের পিতার ক্রয়কৃত ৪ শতক জমি ভোগ দখলে বাধা দিচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি।
ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, তার পিতা মৃত শামসুল হক, চাচা ফজলুল হক ও মোজাম্মেল হক ১৯৯২ সালে জনৈক টোবর মন্ডলের নিকট থেকে ৩১৪০নং দলিল মূলে ক্রয় করে চার শতক জমি ক্রয় করেন। যার হাল দাগ ১০৯১। ওই সম্পত্তি বর্তমান হাল-জরিপে ৪৪৫নং খতিয়ানে ক্রেতাদের নামে রেকর্ডও হয়েছে।
তিনি আরো জানান, ১৯৮৮ সালে ওই জমি সরকার পক্ষ পেরিফেরি করার চেষ্টা করলে, জমির মালিকগণ সরকারকে বিবাদী করে সহকারী জজ আদালতে ১০৭/৯৯নং মামলা করে। মামলায় শাহাদাত গংদের পক্ষে রায় হয় এবং আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এরপর সরকার পক্ষ ১০/২০০৩নং আপিল মামলা করলে তা খারিজ হয়ে যায়। এরপরও জমি দখল করতে গেলে স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। নিরুপায় হয়ে শাহাদাত মোড়ল সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে বিষয়টির প্রতিকার দাবি করেন।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর মন্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দেবেন না বলে জানান।