দেবহাটা প্রতিনিধি: সারাদেশের ন্যায় দেবহাটাতেও পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বেরিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।