ডেস্ক রিপোর্ট: আশাশুনি ও শ্যামনগর উপজেলা ইউনিটের কমিটি গঠনের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ভোট গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা ইউনিট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে এসব প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এতে আশাশুনির ১৫ জন এবং শ্যামনগর উপজেলার ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সংগঠক হাসিবুল হাসান রুমন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ও মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব নাজমুল হাসান রনি এবং রিজাউন পারভেজ।
আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে যোগ্য নেতৃত্ব তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। আশাশুনি ও শ্যামনগরের ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে দক্ষ নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আমরা লিখিত, মৌখিক এবং ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন করেছি। তবে চূড়ান্তভাবে কে কোন পদে আসবে, তা এখনই জানানো হবে না। নির্বাচিতদের ৮ দিন পর্যবেক্ষণে রাখা হবে, এরপর তাদের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হবে।