বুধবার , ২১ জুন ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ধুলিহরের চাঁদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রতিবেদক
the editors
জুন ২১, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুরের দোনপাড় বিলে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় আশাশুনি, বুধহাটা, চাঁদপুর, ধুলিহরসহ বিভিন্ন এলাকার ২৫টি ঘোড়া অংশগ্রহণ করে।

ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন। তারা মাঠের দুই পাশে দাড়িয়ে ঘোড়দৌড় উপভোগ করেন।

পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ অংশগ্রহণকারী ঘোড়ার মালিকদেরকে মাঝে পুরস্কার বিতরণ করেন ধুলিহর ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম মোড়ল ও ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ লাভলু।

ঘোড়দৌড় দেখতে আসা দর্শকরা জানান, ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে।

সর্বশেষ - জাতীয়