বিলাল হোসেন: শ্যামনগরের মুন্সীগঞ্জে নারীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ (চাড়ি, কেচোঁ, বাশঁ, টিন) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেসরকারি সংস্থা সিসিডিবি-এনগেজ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নীপা চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী।
অনুষ্ঠানে ১২ জন নারীর মাঝে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে।