ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠনটি।
বুধবার বিকালে সংগীতা মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শফিংমলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীব।
এর আগে সংগীতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।