মাহমুদুল হাসান শাওন: চলাচলের অযোগ্য হয়ে পড়া সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে মানযবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াত এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক বর্তমানে সাতক্ষীরাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সাতক্ষীরা জেলা শহর থেকে সুন্দরবনের কোলঘেঁষা শ্যামনগরের মুন্সীগঞ্জ পর্যন্ত বিস্তৃত এ সড়ক ছোট-বড় খানাখন্দে ভরে গেছে। বছরের পর বছর দুর্ভোগ-দুর্দশা ও প্রাণহানির ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে মানুষ। প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সড়কটি পুনঃনির্মাণের জন্য আগেই টেন্ডার সম্পন্ন হয়েছে বলে জেনে আসলেও এখনও সড়কটি সংস্কারে কেন ন উদ্যোগ নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান বক্তারা।
দেবহাটা উপজেলা জামায়াতের সদস্য সচিব এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় মানববন্ধনে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের সদস্য মোস্তফা আসাদুজ্জামান মকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ইউনিট সদস্য মাওলানা সামছুল আরেফিন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব হোসেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা ছাত্রশিবির (দক্ষিণ) সভাপতি আশিকুজ্জামান, উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।