মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রতিবেদক
the editors
নভেম্বর ১২, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সুবিধাজনক সময়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনু্িষ্ঠত হবে।

সভায় একই সাথে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হবে।

একই সাথে সরকারি, আধা-সরকারি, সায়ত্ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ জানানো হয়।

সভায় আরো জানানো হয়, ১৬ ডিসেম্বর সকাল ৮টায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের জাতীয় পতাকা উত্তোলন এবং শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৭ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৩৭ ক্যাম্পের কমান্ডার লে. সাকিব, স্থানীয় সরকারের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল ইসলাম মঈন, জেলা পুলিশং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ‍্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!