গাজী মাহিদা মিজান:
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অন্য নয়টি জেলায় পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও সাতক্ষীরায় পাশের হারে এগিয়ে আছে ছেলেরা। এ জেলা থেকে পাশ করা ১৫ হাজার ৪৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ৭৯৯ জন ও ছাত্রী ৭ হাজার ৬৩৪ জন।
শুক্রবার (২৭ জুলাই) ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মেদ দ্য এডিটরসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতক্ষীরা থেকে ১৬ হাজার ৭৮২ জন শিক্ষার্থী ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৫ হাজার ৪৩৩জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯১ দশমিক ৯৬ ভাগ। এই ফলাফল নিয়ে এ বছরে যশোর বোর্ডে পাশের হারে শীর্ষ স্থান অর্জন করেছে সাতক্ষীরা জেলা।
তিনি বলেন, দ্য এডিটরস এর মাধ্যমে সাতক্ষীরাকে অভিনন্দন। এবছর সাতক্ষীরা যশোর বোর্ডের ১০টি জেলার মধ্যে পাশের হারে শীর্ষ স্থান অর্জন করেছে।
একই সাথে তিনি আরও বলেন, সাতক্ষীরার একটি ব্যতিক্রম বৈশিষ্ট্যও রয়েছে। আর তা হলো যশোর বোর্ডের ১০টি জেলার মধ্যে সাতক্ষীরার ছেলেরা পাশের হারে এগিয়ে হারে। অন্যান্য জেলায় মেয়েরা এগিয়ে।