শনিবার , ২০ মে ২০২৩ | ১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন আহত

প্রতিবেদক
the editors
মে ২০, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: কালিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলুর ছেলে ফাহিম ও ফুটবল রেফারি মাহমুদ মারাত্মক আহত হয়েছেন।

শনিবার বেলা ৩টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের তালতলায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফাহিম ও মাহমুদ চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি বাবলা গাছের সাথে ধাক্কা লাগে। এতে তারা মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। ফাহিমের পা ও হাত ভেঙে গেছে, মাথায় ও মুখে আঘাত লেগেছে। মাহমুদের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে।

ফাহিম কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং মাহমুদ উপজেলা রেফারি সমিতির সদস্য।

শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়েই খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সর্বশেষ - জাতীয়

preload imagepreload image