রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ১৬ লাখ ১১ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি তারা।

রোববার দিনভর সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, তলুইগাছা এবং ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির সদস্যরা মন্দির রোড নামক স্থান থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি হতে ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ফকিরপাড়া, কেড়াগাছি ও বালিয়াঙ্গা নামক স্থান হতে ১৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও হিজলদী বিওপির সদস্যরা আখবাগান নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৬ লাখ ১১ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়