ইলিয়াস হোসেন, তালা: তালার শহীদ কামেল মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার সেখ ফিরোজ আহমেদ, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম ও প্রভাষক গাজী আসাদুজ্জামান।