ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলারোয়া পৌরসদরের আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টার চত্বরে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের কলারোয়া শাখার ব্যবস্থাপক জালাল উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অঞ্চলের মূখ্য ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইয়ুম। প্রধান অতিথির বক্তব্যে মূখ্য ব্যবস্থাপক ব্যাংকের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
এ সময় উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা কৃষি ব্যাংকে স্টুডেন্ট হিসাব খুলে পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুল ওয়াহাব, শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, সঞ্জীব মন্ডল, রফিকুল ইসলাম প্রমুখ।