সুলতান শাহজান: মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম।
মঙ্গলবার সংগঠনটি বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কবিতা আবৃত্তি, সংগীত ও চিত্রাংকনসহ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় কাশিমাড়ীর ৩০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণকরে। এতে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী জ্যোতি ১ম, ৩য় শ্রেণীর সোহান ২য় ও ৪র্থ শ্রেণীর অনন্যা রায় ৩য় স্থান অধিকার করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম কাশিমাড়ী ইউনিয়ন শাখার উপদেষ্টা সমাজ সেবক মোঃ আদম আলী মোল্লা, সমাজ সেবক জামিনুর রহমান ও সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের কাশিমাড়ী ইউনিটের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার প্রতি যতœশীল হওয়ার আহবান জানানো হয়।