ডেস্ক রিপোর্ট: ৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর ২য় দিনের খেলায় ৮ উইকেটে জয় পেয়েছে সাতক্ষীরা জেলা দল।
মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পিরোজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মৌলভীবাজার জেলা দলকে পরাজিত করে সাতক্ষীরা জেলা দল।
খেলায় টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা জেলা দল। মৌলভীবাজার জেলা ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান করে। সাতক্ষীরা জেলা দলের মেহেদী ও আরিফ বিল্লাহ ৩টি উইকেট লাভ করে।
জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ২০.৩ ওভারে ২টি উইকেট হারিয়ে ৯৬ রান করে। সাতক্ষীরা জেলা দলের রাসেল ৩৮ ও তানভীর ২৬ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৮ উইকেটে জয়লাভ করে।
সাতক্ষীরা জেলা দলের সাথে কোচ হিসাবে অবস্থান করছেন মোঃ মুফাচ্ছিনুল ইসলাম তপু এবং ম্যানেজার হিসাবে আছেন মোঃ জিল্লুর রহমান।