শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ

প্রতিবেদক
the editors
মার্চ ২২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

শনিবার রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ১৬ মার্চ হতে ২২ মার্চ পর্যন্ত সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিশ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করা হয়। এসব মালামালের মধ্যে রয়েছে ১৪ লাখ ১১ হাজার ৮০ টাকা মূল্যের রৌপ্য, ৭ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় প্যান্ট, ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি, ৩১ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস এবং ৩৮ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিক্স। এসব মালামাল কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

অপরদিকে, বিজিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ মার্চ হতে ২২ মার্চ পর্যন্ত সীমান্তের কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিড়া বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ, ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৭৮৫ পিস ভারতীয় অনাগ্রা ট্যাবলেট আটক করা হয়। আটক মাদকদ্রব্য ধ্বংসকরণের নিমিত্তে স্টোরে জমা রাখা হয়েছে।

 

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image