বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো ৬ মাস

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে জান্তা সরকার। টানা ৩ বছরের জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার দিনে এই ঘোষণা দেয় জান্তা কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জান্তাবাহিনীকে সহায়তা করতেই এই সিদ্ধান্ত। খবর ইরাবতি।

নতুন ভাবে জরুরি অবস্থার জারির ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন আবারও পিছিয়ে যাবে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে অং সান সু চি’র নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল মিয়ানমারে সামরিকবাহিনী। এই ঘটনায় মিয়ানমারজুড়ে জান্তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে তারা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করে।

সেই দমনপীড়নের জবাবে গণতন্ত্রপন্থী নেতা মিলে গঠন করেন জাতীয় ঐক্যের সরকার। সেই সরকারের ছত্র ছায়ায় মিয়ানমারে জান্তার বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র লড়াই। সেই লড়াইয়ে যোগদেয় দেশটির বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠীভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। যারা সীমান্ত অঞ্চল গুলোতে একের পর এক জান্তা বিরোধী সফল সশস্ত্র অভিযান পরিচালনা করে আসছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!