শনিবার , ২০ মে ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মশালা

প্রতিবেদক
the editors
মে ২০, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: কালিগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবজিএসআই) স্কিমের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) উপজেলা অফিসার্স ক্লাবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী।

তিনি বলেন, স্কুলের উন্নয়নের জন্য ম্যানেজিং কমিটির ভূমিকা অপরিসীম।রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে হলে স্মার্ট সিটিজেন প্রয়োজন। আর স্মার্ট সিটিজেন তৈরির কারখানার প্রধান কারিগর হচ্ছেন স্কুলের শিক্ষকবৃন্দ। তবে তদারকির দায়িত্বটি ম্যানেজিং কমিটির।

এ সময় পিবিজিএসআই-২০২২ সালের স্কিমে উপজেলার মধ্যে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করায় এবং সরকার ঘোষিত ৫ লক্ষ টাকা অনুদান পাওয়ায় প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে অভিনন্দন জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বেইন বেইজ কর্মকর্তা নাসিম সায়াদাত, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকার, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব মন্ডল, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, ডা. মুজিব-রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান প্রমূখ। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন।

কর্মশালায় উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩ টি মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার ও বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!