বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দুর্যোগে বাঁধ রক্ষা করে যে গাছ, সেই গাছ কেটে সংস্কার করা হচ্ছে বাঁধ! 

প্রতিবেদক
the editors
মার্চ ২৬, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে চর বনায়নের গাছ কেটে বাঁধ সংস্কারের কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার পদ্মপুকুরে ইউনিয়নের বন্যতলা গ্রাম এলাকায় গাছগুলো কাটা হচ্ছে। এখন পর্যন্ত বাঁধ সংস্কারের কাজ করতে গিয়ে ৬০/৭০টি গাছ কাটা হয়েছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গাছ কাটা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধ রক্ষায় ঢাল হিসেবে কাজ করে চর বনায়নের গাছ। এ ছাড়াও পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে এ বন। প্রথমে বাঁধ নির্মাণের জন্য চরের মাটি ব্যবহার করতে গাছ কাটা শুরু করেন শ্রমিকেরা। পরে গাছের ক্ষতি হয়, এমন কাজ থেকে বিরত থাকার দাবি জানান স্থানীয়রা। এরপরও ঠিকাদারের লোকজন গাছ কাটা বন্ধ করেননি।

গত শনিবার বন্যতলা এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধের পাশ থেকে এক্সেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। খোলপেটুয়া নদীর চর থেকে মাটি কাটার সময় এসব যন্ত্র দিয়ে উপড়ে ফেলা হচ্ছে গাছ। এ ছাড়া নদের চর দিয়ে এক্সেভেটর নিয়ে যাওয়ার জন্য বালু ভরাট করে পথ তৈরি করা হচ্ছে। এতে অসংখ্য গাছের শাঁসমূল চাপা পড়েছে।

বন্যতলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, নদীর ঢেউ থেকে রক্ষায় ঘূর্ণিঝড় আইলার পর স্থানীয়রা গাছগুলো লাগায়। অনেক বছর ধরে স্থানীয় বাসিন্দারা গাছগুলো দেখাশোনা করছেন। একেকটি গাছ এখন অনেক বড় হয়েছে। সেখানে পাখিরা এসে আশ্রয় নেয়। হঠাৎ গাছগুলো কাটতে দেখে অবাক হয়েছি।

একই এলাকার মহাব্বত আলী বলেন, ঝড়ের সময় চরের বড় বড় গাছ অনেকটা ঢাল হিসেবে আমাগা (আমাদের) রক্ষা করে। গাছগুলো এভাবে কাটা ঠিক হলো না। এ ছাড়া বাঁধ টিকিয়ে রাখতে গাছের প্রয়োজন। খুব কষ্ট করে গাছগুলো লাগানো হয়েছিল। গাছ কাটা দেখে খুব খারাপ লাগছে।

আব্দুর রহিম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, আগে বাঁধ সংস্কার করতে কোদাল দিয়ে কাজ করতে দেখা যেত। এতে গাছের কোনো ক্ষতি হতো না। কিন্তু এখন দেখছি, মেশিন দিয়ে বাঁধ সংস্কার করার জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। যন্ত্রের সাহায্যে বাঁধের ঢাল থেকে মাটি কাটছে। এতে বাঁধের স্থায়ী হয় না বলে মন্তব্য করেন তিনি।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা-১ বিভাগের অধীনে শ্যামনগরের ৭/২ নম্বর পোল্ডারে বন্যতলা এলাকায় ২০০ মিটার বাঁধ সংস্কারের কাজ চলছে। চুক্তিপত্র অনুযায়ী এটি বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন অ্যান্ড কোং। তবে কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন অ্যান্ড কোং না করে সাতক্ষীরার সালাম নামে একজনের কাছে সাব-কন্টাকে দিয়ে দেয়। সে আবার মাটি দিয়ে বাঁধ সংস্কারের কাজটি প্রায় তিন লাখ টাকা চুক্তিমূল্যে আব্দুল ওহিদ নামে আরেক লেবার প্রতিনিধির কাছে বিক্রি করে দেয়। গত এক সপ্তাহ আগে তারা (আব্দুল ওহিদরা) সেখানে কাজ শুরু করে। ওই প্রতিষ্ঠানের পক্ষে গাছ কাটার কথা স্বীকার করেছেন লেবার প্রতিনিধি আব্দুল ওহিদ। এ বিষয়ে তাঁর ভাষ্য, কাজের স্বার্থে কিছু গাছ কাটতে হয়েছে। স্থানীয়রা সেসব গাছগুলো কেটে নিয়ে যায়।

গাছ কেটে বাঁধ সংস্কারের বিষয়ে জানতে চাইলে পাউবো’র সংশ্লিষ্ট পোল্ডারের দায়িত্বরত সেকশন অফিসার সুমন আলী বলেন, আমার বদলি অর্ডার হয়েছে। এ বিষয়ে আপনি বর্তমান দায়িত্বে থাকা (সেকশন অফিসার) আলমগীর সাহেবের সাথে কথা বলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পোল্ডারের বর্তমান দায়িত্ব পাওয়া আলমগীর হোসেনের কাছে যোগাযোগ করা হলে তিনি এখনো দায়িত্ব বুঝে নেননি বলে জানান।

এদিকে এ বিষয়ে জানতে পানি উন্নয়ন বোর্ড এর সাব-ডিভিশন-২ এর সহকারী প্রকৌশলী মোঃ রাশিদুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়ও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!