বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইউক্রেনে ১০ হাজার রুশ সেনার মৃত্যু

প্রতিবেদক
admin
মে ২৫, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধে আসার আগে রাশিয়ার একাধিক জেল ঘুরে তিনি সেনা নিয়োগ করেছিলেন। বন্দিদের অনেকেই যুদ্ধে যাওয়ার প্রস্তাব গ্রহণ করেছিলেন।

ভাগনার প্রধানের দাবি, তার সঙ্গে প্রায় ৫০ হাজার বন্দি যুদ্ধে যোগ দিয়েছিলেন। এর মধ্যে ২০ শতাংশের মৃত্যু হয়েছে। অর্থাৎ ১০ হাজার রুশ সেনা ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন।

ভাগনার প্রধান যে সংখ্যা বলছেন, মস্কোর দেওয়া সংখ্যার সঙ্গে তার অমিল রয়েছে।

মস্কো জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে তাদের ছয় হাজার সেনার মৃত্যু হয়েছে। যদিও এই তথ্য জানানো হয়েছিল বেশ কয়েকমাস আগে।

তবে সাম্প্রতিক সময়ে মার্কিন গোয়েন্দা একটি প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেনে বিপুল পরিমাণ রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে। তবে ভাগনার প্রধান যে সংখ্যা বলছেন, তা বিপুল।

এর আগে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন পুটিনের ঘনিষ্ঠ এই ব্যক্তি। তিনি বলেছিলেন, ইউক্রেনে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে রাশিয়ার সেনা।

গত শনিবারেই ভাগনার জানিয়েছিল, পূর্ব ইউক্রেনের বাখমুত এখন তাদের দখলে। আগামী ২৫ মে থেকে ১ জুনের মধ্যে বাখমুত রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!