ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩ এর শিরোপা জিতেছে ইয়ং বলাকা ক্রীড়া চক্র।
শুক্রবার (২৬ মে) সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ফাইনালে তুফান স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে পরাজিত করে ১ম বিভাগ ক্রিকেট লীগের শিরোপা ঘরে তোলে তারা।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত লীগের ফাইনাল ম্যাচে ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
তুফান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯৪ রান করে। জবাবে বলাকা ক্রীড়া চক্র ব্যাট করতে নেম ১৯.৫ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯৫ রান করে। ফলে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ২ উইকেটে জয়লাভ করে ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ইয়ং বলাকা ক্রীড়া চক্রের বিল্লাল এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় তুফান স্পোর্টিং ক্লাব এর মুরাদ।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীসের সহ-সভাপতি শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর স্পন্সর ডা. আবুল কালাম বাবলা ও সাজেক্রীস এর সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ তানজিম কালাম তমাল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, স.ম সেলিম রেজা প্রমূখ।