বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রতিবেদক
the editors
জুন ১, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

তালা প্রতিনিধি: ‘টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ জুন) সকালে তালার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ) আওতায় অনুষ্ঠিত আলোচনা সভায় দেওয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, শিক্ষক সাবিনা খাতুন, সমন্বিত কৃষি ইউনিটের প্রজেক্ট ম্যানেজার নয়ন হোসেন, এসইপি ডেইরি প্রকল্পের ম্যানেজার গিয়াসউদ্দিন, এলআরএমপি প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা পারভেজ, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, আরএমটিপি প্রকল্পের ম্যানেজার এস এম নাহিদ হাসানসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। আলোচনা সভায় বক্তরা শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে উৎসাহিত করেন। পাশাপাশি দুধের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেন।

আলোচনা শেষে উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থীকে পুষ্টিকর দুধ খাওয়ানো হয়।

এর আগে বিদ্যালয়ের শিক্ষর্থীদের অংশগ্রহণে একটি বণার্ঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!