আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে কিছুটা শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। তবে এই খবরে খুব একটা স্বস্তিতে নেই ভারতের আবহাওয়াবিদরা।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ‘বিপর্যয়’ এখনো আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে। গত দুইদিনে এটি অতি প্রবল পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তবে ঘূর্ণিঝড়টি মঙ্গলবার (১৩ জুন) সকালে কিছুটা শক্তি হারিয়েছে।
জানা গেছে, আগামী ১৫ জুন পাকিস্তান সংলগ্ন গুজরাটের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। জখৌ বন্দরের ওপর দিয়ে এটি বয়ে যেতে পারে। তাই, ক্ষয়ক্ষতি এড়াতে গুজরাটের উপকূল এলাকায় সতর্কতা জারি করেছেন সরকার। গুজরাটের আমদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীধামে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম।
১৬ জুন দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবেশ করতে পারে ‘বিপর্যয়’। গতিবিধির দিকে নজর রেখেছে ভারতের আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পশ্চিম রেল একাধিক ট্রেন বাতিল করেছে। ‘বিপর্যয়ের’ প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মুম্বাইতে জলোচ্ছ্বাস দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকে মুম্বাই সংলগ্ন আরব সাগরের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। জলোচ্ছ্বাস দেখা গেছে দ্বারকাতেও।