বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলকাতা-খুলনা রুটের বন্ধন এক্সপ্রেসে আগুন, নিরাপদে যাত্রীরা

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলের দিকে ট্রেনটি সীমান্ত পার করে ভারতীয় অংশে প্রবেশ করার পর উত্তর ২৪পরগনার গোবরডাঙ্গা রেল স্টেশনে প্রবেশের ঠিক আগে হঠাৎ করে পিছনের জেনারেটর কামরায় আগুন লাগে।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ট্রেনটি গোবরডাঙ্গা স্টেশনে দাঁড় করানো হয়। প্রাথমিক অনুমান, চাকার ব্রেক শো থেকে আগুন লাগে এবং তা থেকেই ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে ছুটে আসেন রেলের কর্মকর্তারা। ঘটনাস্থলে অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন রেলের কর্মীরা।

প্রায় ২০ মিনিট গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি কলকাতা স্টেশনের উদ্দেশে রওনা দেয়। সবাই নিরাপদে কলকাতা স্টেশনে পৌঁছাতে পেরেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!