ডেস্ক রিপোর্ট: খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলের দিকে ট্রেনটি সীমান্ত পার করে ভারতীয় অংশে প্রবেশ করার পর উত্তর ২৪পরগনার গোবরডাঙ্গা রেল স্টেশনে প্রবেশের ঠিক আগে হঠাৎ করে পিছনের জেনারেটর কামরায় আগুন লাগে।
এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ট্রেনটি গোবরডাঙ্গা স্টেশনে দাঁড় করানো হয়। প্রাথমিক অনুমান, চাকার ব্রেক শো থেকে আগুন লাগে এবং তা থেকেই ধোঁয়া ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে ছুটে আসেন রেলের কর্মকর্তারা। ঘটনাস্থলে অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন রেলের কর্মীরা।
প্রায় ২০ মিনিট গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি কলকাতা স্টেশনের উদ্দেশে রওনা দেয়। সবাই নিরাপদে কলকাতা স্টেশনে পৌঁছাতে পেরেছেন।