বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩১

প্রতিবেদক
admin
জুন ২২, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

আঞ্চলিক কমিউনিস্ট পার্টি কমিটির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, বুধবার (২১ জুন) রাতে গ্যাসের লিক থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইনচুয়ানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ার ফলে ওই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে গোটা রেস্তোরাঁয় আগুন লেগে যায়।

বিস্ফোরণের সময় ওই রেস্তোরাঁয় বহু মানুষ ছিলেন। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা।

ওই রেস্তোরাঁয় পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। ওই পাইপই ছিদ্র হয়ে যায় বলে স্থানীয় কমিউনিস্ট পার্টির কমিটি জানিয়েছে।

চীনের টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, রেস্তোরাঁর সামনের রাস্তাতেও কাচ এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যান্য রেস্তোরাঁর পরিকাঠামোর দিকে নজর দিতে হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!